অর্থনীতির চালিকাশক্তি হবে শেয়ারবাজার: বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৯ ১৬:০৫:১৭
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশে শেয়ারবাজারের সম্ভাবনা বাড়ছে। আগামীতে দেশের অর্থনীতির চালিকাশক্তি হবে শেয়ারবাজার। শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর আল-রাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, চাহিদা ও সরবরাহ দুইদিক থেকেই সমৃদ্ধ হচ্ছে বাজার। ফলে দেশি বিদেশি বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের আস্থাও বাড়ছে। একটি শক্তিশালী বাজারের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। আর সম্ভাবনা কাজে লাগাতে কাজ করে যাচ্ছে বর্তমান কমিশন। সামগ্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনূসুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সহ সভাপতি , বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রমুখ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কাছে আমাদের চাওয়া তারা আমাদের একটি সুন্দর মার্কেট গড়ার ক্ষেত্রে সাহায্য করবে। আমাদের মার্কেট এখনও কিছুই হয়নি। অনেকে আমাদের কাজের প্রশংসা করেন, কিন্তু প্রশংসার তুলনায় আমরা কিছুই করতে পারিনি। ২০ শতাংশ জিডিপি এটা তেমন বড় কিছু নয়, তারপরও অনেকে বলেন আমরা অনেক বড় হয়ে গেছি। এটা ওভার ভ্যালুড ইত্যাদি কথা বলে থাকে। এসব বিষয়গুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। এটা মোকাবেলা আমাদের একার পক্ষে সম্ভব না। আপনারা যারা শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত সবাই এক হয়ে আমাদের সহযোগিতা করতে হবে। আজকের আয়োজনে যেমন সবাই এক হতে পেরেছি ঠিক তেমনি সব ক্ষেত্রে এক হয়ে কাজ করবো। সিএমজিএফের স্থায়ী অফিস উদ্বোধনের মাধ্যমে আরোকটা মাইলপলক হলো। এ অফিসে বসে সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ করতে সহায়ক হবে। এর মাধ্যমে যারা বাজারে আছেন তারা সঠিক তথ্য পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, বাংলাদেশ একাডেমি ফর ক্যাপিটাল মার্কেটের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ইউনাইটেড সিকিউরিটিজের পরিচালক খায়রুল আনাম চৌধুরী, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক, বিএসইসির নির্বাহী সাইফুর রহমান, আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, এএফসি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ,এল আর গ্লোবাল বাংলাদেশের চিফ অব স্টাফ মেহেদী হাসান, লংকা বাংলা সিকিউরিটিজের, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, লংকা বাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফফাত রেজা, আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, ইউসিবি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা রহমত পাশা, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের সাংবাদিকদের অন্যতম মর্যাদশীল এ সংগঠন ২০০৮ সালে রাজধানীর হোটেল রেডিসনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শেয়ারবাজারের মতো টেকনিক্যালখাতে সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে। নিজস্ব অফিস প্রতিষ্ঠার মাধ্যমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়বে। সামগ্রিকভাবে শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় যা সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সিএমজেএফের নিজস্ব অফিস কিনতে যে সব প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে এরমধ্যে রয়েছে- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্যা সিটি ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ এসোশিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, এনআরবিসি ব্যাংক লিমিটেড, শেয়ারবাজার নিউজ, এলআর গ্লোবাল বাংলাদেশ, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, লংকা বাংলা সিকিউরিটিজ, আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড সাবসিডিয়ারিস, ইউনাইটেড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, সেন্ট্রাল কাউন্টার পার্র্টি বাংলাদেশ লিমিটেড, চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ