সাপ্তাহিক দর পতনের শীর্ষে ন্যাশনাল ফিড মিলস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২০ ১০:৩৬:৪৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের দর কমেছে ১৭ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে সর্বমোট ৬ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সায়হাম কটনের দর কমেছে ১৬ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহজুড়ে সর্বমোট ৮ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাইয়ের ১৫.৫৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৫.১১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.৯৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৪.৭১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩.৩৭ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ১৩.১৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস