শিকারির ফাঁদ থেকে ১২০টি বক অবমুক্ত করন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২০ ১২:১১:০৯


নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে ১২০টি বক পাখি অবমুক্ত করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার আটটি মাঠে পরিবেশকর্মীরা অভিযান পরিচলনা করেন।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর উত্তরপাড়া মাঠ, ত্রিমোহনী, কালিবাড়ি, ব্রাহ্মণবাড়ীয়া, চরপিপলা, যোগেন্দ্রনগর, শ্রীপুর ও কালাকান্দর মাঠে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১২টি পাখি শিকার করার ফাঁদ ধ্বংস করা হয়। সেইসঙ্গে ১২টি শিকারি বক ও খাঁচাবন্দি ১০৮টি বুনো বক উদ্ধার করা হয়। পরে পাখিগুলো স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মুক্ত আকাশে অবমুক্ত করেন পরিবেশকর্মীরা।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, চলনবিল অধ্যুষিত আমাদের গুরুদাসপুর উপজেলা। এই মৌসুমে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অতিথি পাখি চলনবিলসহ আশপাশের উপজেলায় আসে।

জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিন পরিবেশকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন মাঠে ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। পাখি শিকার বন্ধে প্রতিটি এলাকায় বিভিন্নভাবে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সানবিডি/ এন/আই