সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-২০ ১২:৩৭:০১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৯০ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৬৪ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ২১ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৫০৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪১ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ২৪৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২২৪ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার,ডেল্টা লাইফের ২২১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার, ফরচুন সুজের ২১৭ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৬৭ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১৪২ কোটি ৬১ লাখ ৯৭ হাজার টাকার ও লাফার্জ হোলসিমের ১৩০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস