হিলিতে ফের কেজিতে ৪ টাকা কমেছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২০ ১৪:০০:৫২


দিনাজপুরের হিলি স্থলবন্দরে  পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় চলতি সপ্তাহের শুরু থেকেই পেঁয়াজের দাম নিম্নমুখী অব্যাহত রয়েছে।বন্দরে ফের মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪ থেকে ৫ টাকা। এদিকে পেঁয়াজের দাম কমা অব্যাহত থাকায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। অপরদিকে মসলা জাতীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। একদিন আগে বন্দরে যে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৩২ থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে নতুন নগর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৩ টাকা কেজি দরে, এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সানবিডি/এনজে