১৬ কোটি টনে দাঁড়াবে ভারতের দেশীয় ইস্পাতের চাহিদা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২০ ১৫:১২:২৬
ভারতে ক্রমবর্ধমান নগরায়ণে দেশীয় ইস্পাতের ব্যবহার বেড়েছে।২০২৪-২৫ অর্থবছরে দেশীয় ইস্পাতের চাহিদা ১৬ কোটি টনে দাঁড়াতে পারে। সম্প্রতি গুজরাটে এক আলোচনা সভায় এ পূর্বাভাস দেন ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিংহ। খবর পিটিআই।
এক বিবৃতিতে মন্ত্রী জানান, ইস্পাতের চাহিদা, উৎপাদন ও ব্যবহার বাড়াতে ভারত সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনার্দন সিংহ সিগরিওয়াল, বিদ্যুৎ বরণ মাহাতো, সতীশচন্দ্র দুবে, অখিলেষ প্রসাদ সিংহ ও চন্দ্র প্রকাশ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে ইস্পাত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতে মোট ইস্পাতের ব্যবহার ছিল ৯ কোটি ৬২ লাখ টন। ২০২৪-২৫ অর্থবছরে শিল্প উপকরণটির ব্যবহার প্রায় দ্বিগুণ হতে পারে বলে আশা করছে মন্ত্রণালয়টি। ২০৩০-৩১ অর্থবছর নাগাদ ইস্পাত ব্যবহার পৌঁছতে পারে ২৫ কোটি টনে।
সানবিডি/এনজে