এক ম্যাচ থাকতেই সিরিজ নিশ্চিত পাকিস্তানের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২০ ১৮:০৫:২৩
মিরপুর স্টেডিয়ামে টানা দুই টি-টোয়েন্টিতে টাইগারদের হারালো পাকিস্তান। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারীরা। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় বাবর আজমের দল। ১০৮ রান তাড়া করে পাকিস্তান জয় পায় ১৮.১তম ওভারে। সর্বোচ্চ ৫৭ রান করেন ফখর জামান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৯ রান। বল হাতে পেসার মোস্তাফিজুর রহমান ও লেগস্পিনার আমিনুল ইসলাম একটি করে উইকেট নেন।
আগের ম্যাচ স্কোরকার্ডে ১২৭ রান ওঠে শেষের দিকে ব্যাটাররা ভালো খেলায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরো হতশ্রী বাংলাদেশের ব্যাটিং।
শেষ ৮ ওভারে মাত্র ১ বাউন্ডারিতে ৩০ রান। অথচ একটা সময় ১৫০ বা এর কাছাকাছি সংগ্রহের সম্ভাবনা জেগেছিল। ১২ ওভার শেষে ২ উইকেটে ৭৮ রান ছিল বাংলাদেশের। এরপরই শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০৮ রান করে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০৯ রান।
সানবিডি/এনজে