রুপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২০ ২০:১৪:৩৮
নারায়নগঞ্জের রুপগঞ্জের রুপসীতে সিটি ইকনোমিক জোনের অটো ডাল অ্যান্ড রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে ওই কারখানার চার শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়।
এই দূর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন উপজেলার রূপসী গর্ন্ধবপুর এলাকার মৃত তাহেরের ছেলে সিরাজুল ইসলাম (৫০), একই এলাকার সূর্যত আলীর ছেলে হযরত (৪৫), উত্তরপাড়া এলাকার বিলায়েত হোসেন (৫৫) ও কারখানার নিরাপত্তারক্ষী রানা (৪৫)।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী (রূপগঞ্জ) পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কারখানার সংশ্লিষ্টদের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জের ৫ ইউনিট বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সানবিডি/এনজে