১৯ কোম্পানির লেনদেন সোমবার চালু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১২:৪৯:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার চালু হবে। কোম্পানিগুলো হলো- রানা অটোমোবাইল, রংপুর ফাউন্ড্রি, অলিম্পিক এক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং, কোহিনুর কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, ইফাদ অটোস, ইন্দোবাংলা ফার্মা, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ড্যাফোডিল কম্পিউটার্স, এপেক্স স্পিনিং, এপেক্স ফুড, এএমসিএল (প্রাণ),আমান ফিড,  আলহাজ টেক্সটাইল,অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলোজিস ও আমরা নেটওয়ার্কস  লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রোববার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে কোম্পানি ১৯টি। আগামী সোমবার এ কোম্পানি ১৯টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস