১০ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১৪:১৯:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি সোমবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো : স্ট্যাইল ক্রাফট, আর.এন স্পিনিং, বারাকা পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট, বারাকা পতেঙ্গা পাওয়ার, জুট স্পিনার্স,  স্ট্যান্ডার্ড সিরামিকস, জাহিন স্পিনিং ও সিমেটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে আর.এন স্পিনিং ও জুট স্পিনার্সের  ২২ থেকে ২৪ নভেম্বর এবং স্ট্যাইল ক্রাফট, আর.এন স্পিনিং, বারাকা পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট, বারাকা পতেঙ্গা পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, জাহিন স্পিনিং ও সিমেটক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন ২২ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।

স্পট মার্কেটে লেনদেন শেষে কোম্পানিগুলোর মধ্যে আর.এন স্পিনিং ও জুট স্পিনার্সের ২৫ নভেম্বর আর স্ট্যাইল ক্রাফট, আর.এন স্পিনিং, বারাকা পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট, বারাকা পতেঙ্গা পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, জাহিন স্পিনিং ও সিমেটক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন ২৪ নভেম্বর বন্ধ থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস