রুপগঞ্জে রাইস মিলে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১৬:০৫:২০
নারায়ণগঞ্জের রুপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস ইয়ার্ডের পাইপ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাতে হযরত আলী (৫০) ও রবিবার (২১ নভেম্বর) সকালে বেলায়েত হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি বলেন, হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাদেরকে প্রথমে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ তিন জনই ওই কারখানার শ্রমিক হিসাবে কাজ করতেন।
এ সময়ে সিটি গ্রুপের এডমিন অফিসার রবীন্দ্রনাথ জানিয়েছেন, সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস ইয়ার্ডে পাইপ বিস্ফোরণে আগুন লেগে তারা তিনজন দগ্ধ হয়েছেন।
সানবিডি/এনজে