হিলিতে ২৬ টাকায় নেমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১৫:২৮:৫৮
আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে অব্যাহতভাবে কমছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি পাইকারিতে ২৬ টাকায় নেমেছে।
বন্দরসংশ্লিষ্টরা জানান, দুদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে প্রকারভেদে ২৬-২৮ টাকায় নেমেছে। এছাড়া নগর জাতের পেঁয়াজের দাম ১ টাকা কমে কেজিপ্রতি ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমায় বাজারে স্বস্তি ফিরেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহ থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৭৫ টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে আমদানি কমে তিন-পাঁচ ট্রাকে নেমে গিয়েছিল। গতকালও আমদানি অব্যাহত ছিল।
সানবিডি/এনজে