স্বর্ণের চাহিদা কমেছে এশিয়ার শীর্ষ দেশগুলোয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১৫:৩৩:৫৫


চলতি সপ্তাহে এশিয়ার প্রধান ব্যবহারকারী দেশগুলোয় কমেছে স্বর্ণের চাহিদা।মূল্যবান ধাতুটির দাম কয়েক মাসের সর্বোচ্চে ওঠায় চাহিদায় ভাটা পড়েছে। যদিও ভারতীয় ডিলাররা আসন্ন বিয়ের মৌসুমে আবারো চাহিদা বাড়ার প্রত্যাশা করছেন। খবর বিজনেস রেকর্ডার।

বেসরকারি একটি ব্যাংকের মুম্বাইভিত্তিক ডিলার জানান, জুয়েলার্সগুলো কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে। প্রতিষ্ঠানগুলো দাম পুনরায় স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।

তথ্য বলছে, বৃহস্পতিবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ৪৯ হাজার ৫৯ রুপিতে স্থির হয়েছে। এর আগের সপ্তাহে ধাতুটির দাম ৪৯ হাজার ৬১০ রুপিতে উন্নীত হয়েছিল, যা ৩ জুনের পর সর্বোচ্চ।

এদিকে বৈশ্বিক স্বর্ণ ব্যবহারে প্রথম দেশ চীন। সেখানেও ধাতুটির চাহিদা অব্যাহতভাবে কমছে। একই অবস্থা জাপানের বাজারেও। কারণ হিসেবে স্বর্ণের ক্রমবর্ধমান দামকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। মূল্য নিয়ন্ত্রণে চীন অক্টোবরে সুইজারল্যান্ড থেকে তিন বছরের সর্বোচ্চ পরিমাণ স্বর্ণ ক্রয় করে।

তবে ভারত, চীন ও জাপানে কমলেও চাহিদা বেড়েছে সিঙ্গাপুরে। দাম বাড়ায় মূল্যস্ফীতির বিপরীতে আপত্কালীন বিনিয়োগের জন্য স্বর্ণ ক্রয় বাড়িয়েছেন বিনিয়োগকারীরা।

সানবিডি/এনজে