এ বছরই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার: পেন্টাগন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২২ ১৮:১০:৪১


চলতি বছরই ইরাকে মার্কিন বাহিনীর সামরিক মিশন শেষ হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। শনিবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেন, গত জুলাই মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করবে ওয়াশিংটন।

ওই প্রতিশ্রুতিতে বলা হয়েছিল, চলতি বছরের শেষ নাগাদ ইরাকে মার্কিন বাহিনী আর সামরিক ভূমিকায় থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার বাহরাইনে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমা ইনাদ সাদুন আল-জাবুরির সঙ্গে বৈঠক করেন।  বৈঠকের পর পেন্টাগন এক বিবৃতিতে মিশন শেষ করার খবর জানায়।

এ সময় পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ ইরাকে মার্কিন সামরিক মিশনের পরবর্তী ধাপ নিয়ে বৈঠকে আলোচনা করে। বৈঠকে জঙ্গি গোষ্ঠী আইএসকে প্রতিহত করতে ইরাকি সরকারি বাহিনীকে পরামর্শ, সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সানবিডি/এনজে