আগ্নেয়গিরির তলদেশে বিটকয়েন সিটি বানাচ্ছে এল সালভাদর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১৯:২৭:৩১
বিশ্বের প্রথম দেশ হিসেনে বিটকয়েনকে আইনি স্বীকৃতি (বৈধ বিনিময় মুদ্রা) দেয় এল সালভাদর। দেশটি এখন কনচাগুয়া আগ্নেয়গিরির তলদেশে একটি বিটকয়েন শহর তৈরি করার পরিকল্পনা করছে। নির্মাণ পরিকল্পনাধীন বিটকয়েন মাইনিংয়ের শক্তি যোগাতে আগ্নেয়গিরি থেকে ভূ-তাপীয় শক্তি (জিওথারমাল এনার্জি) ব্যবহার করার চিন্তা-ভাবনা চলছে। দক্ষিণ-পূর্ব অঞ্চল লা ইউনিয়নে এটি নির্মাণের কথা ভাবা হচ্ছে।
এল সালভাদরের রাষ্ট্রপতি নায়েব বুকেল শহরটি কবে নাগাদ নির্মাণ হবে তা জানাননি। তবে তিনি বলেন, এটির জন্য প্রায় তিন লাখ বিটকয়েন (১২.৯ বিলিয়ন পাউন্ড) খরচ হতে পারে।
‘বিশ্বের প্রথম দেশ হওয়ার’ জন্য এল সালভাদরের পদক্ষেপটি বড় ধরনের বিক্ষোভের সম্মুখীন হয়। যদিও রাষ্ট্রপতি বুকেলে ডিজিটাল মুদ্রার প্রতি দেশের প্রতিশ্রুতি দ্বিগুণ করতে প্রস্তুত।
বুকেল বলেন, নতুন বিটকয়েন শহরের মধ্যে কোনো আয়কর আরোপ করা হবে না। শুধুমাত্র মূল্য সংযোজন কর (ভ্যাট) নেওয়া হবে। তিনি আরো বলেন, এই রাজস্ব থেকে অর্জিত মূল্যের অর্ধেক ‘শহর গড়ে তুলতে’ ব্যবহার করা হবে এবং বাকি অর্ধেক রাস্তাগুলো ‘পরিচ্ছন্ন ও পরিষ্কার’ রাখতে।
সূত্র : ডিজিট
সানবিডি/এনজে