সাত সপ্তাহের সর্বনিম্নে জ্বালানি তেলের বৈশ্বিক বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৩ ১৪:০৭:৩৪


বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখিতা অব্যাহত আছে। সর্বশেষ সোমবার পণ্যটির দাম কমে সাত সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

এদিকে দাম কমলেও চাপের মধ্যে রয়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বাজারবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধকে আমলে নিয়ে রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে জাপান। এর মধ্যেই ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে দুর্বল চাহিদার বিপরীতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা করছেন তারা।

সোমবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৩ শতাংশ বা ২৬ সেন্ট কমে ৭৮ ডলার ৬৩ সেন্টে স্থির হয়। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ২ শতাংশ বা ১২ সেন্ট কমে ৭৫ ডলার ৮২ সেন্টে নেমে আসে। কার্যদিবসের শুরুতে এ বাজার আদর্শের দাম ১ অক্টোবরের পর সর্বনিম্নে পৌঁছে। এর আগে গত শুক্রবার এটির দাম প্রায় ৩ শতাংশ কমেছিল।

সানবিডি/এনজে