এক কাতল সাড়ে ২২ হাজারে বিক্রি করলেন কৃষ্ণ হালদার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২৩ ১৫:৪৪:০১
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে কৃষ্ণ হালদারের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার ৫০০ টাকায়। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে সকাল ১০টার দিকে নিয়ে আসে। এ সময় স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কাতল মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছি।এখন ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব।
সানবিডি/ এন/ আই