ইউসিবি-লংকাবাংলা ফাইন্যান্স চুক্তি সম্পাদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৩ ১৫:৫২:২৪
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর ২০২১ থেকে লংকা বাংলার মাস্টারকার্ড টাইটেনিয়াম এবং ভিসা প্লাটিনাম কার্ড গ্রহীতাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন।
ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী এবং লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এএ