দু’ এক মাসে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা বিধ্বস্ত হতে পারে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৩ ১৮:১৬:০৮
অস্থিতিশীল আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা আগামী কয়েক মাসের মধ্যে বিধ্বস্ত হয়ে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সোমবার দেশটির ব্যাংকিং ব্যবস্থা সচল করার তাগিদ দিয়ে জাতিসংঘ বলেছে, বিপুলসংখ্যক মানুষ তাদের ঋণ পরিশোধ করতে পারছেন না। তাদের জমার পরিমাণ নিম্ন পর্যায়ে। তারল্য সংকট দেখা দিয়েছে। এতে মাত্র কয়েক মাসের মধ্যে ধসে যেতে পারে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে জাতিসংঘ একটি রিপোর্ট তৈরি করেছে। এতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বলেছে, ব্যাংকিং ব্যবস্থা ধসে যাওয়ায় অর্থনীতির মারাত্মক ক্ষতি হচ্ছে।
এর ফলে নানাবিধ নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। এই ঘটনা হতে পারে এক বিধ্বংসী পরিস্থিতি। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেয়ার পর প্রচণ্ড এক আর্থিক সঙ্কটে পড়েছে এ দেশটি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংকে আফগানিস্তানের জমা রাখা কয়েক শত কোটি ডলারের অর্থ অবমুক্ত বন্ধ করে রাখে যুক্তরাষ্ট্র। এর ফলে আফগানিস্তানের অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ব্যাংকিং ব্যবস্থা। সেখানকার জনগণকে সাপ্তাহিক ভিত্তিতে অর্থ উত্তোলনের সুযোগ দিয়েছে তালেবান সরকার।
ইউএনডিপি তার রিপোর্টে বলেছে আফগানিস্তানের আর্থিক এবং ব্যাংকিং ব্যবস্থা প্রচন্ড বিশৃঙ্খলা অবস্থায়। ব্যাংকিং ব্যবস্থায় এই সমস্যার দ্রুত সমাধান না করা হলে আফগানিস্তানের সীমিত প্রবৃদ্ধির যে সক্ষমতা আছে তা নষ্ট হবে এবং ব্যাংকিং ব্যবস্থা বিধ্বস্ত হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন জাতিসংঘ ইউএনডিপি এবং আন্তর্জাতিক সংগঠন ও বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্র কাজ করে চলেছে। আফগানিস্তানের অর্থ এবং আফগানিস্তানের জনগণের আন্তর্জাতিক সহায়তা পাওয়ার পথ উন্মুক্ত হয় সে জন্য কাজ করা হচ্ছে।
সানবিডি/এনজে