কন্যাশিশুদের শিক্ষায় ব্রিটিশ সরকারের ৬২২ কোটি টাকার প্রকল্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৩ ১৯:১৭:৩৪
বাংলাদেশের হাওর,চরাঞ্চল ও পাহাড়ি এলাকার কন্যাশিশুদের শিক্ষার জন্য ৫৪ মিলিয়ন পাউন্ডের (৬২২ কোটি টাকা) একটি প্রকল্প গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাও গ্রামে ইউনিসেফের লেট আস লার্ন প্রকল্পের আনন্দ ধারা প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
এ সময় হেলেন গ্রান্ট বলেন, প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে ব্রিটিশ সরকার। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে।
সানবিডি/এনজে