আমন সংগ্রহে গা ছাড়া ভাব বরদাস্ত করা হবে না: খাদ্রমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২৩ ১৯:৫৫:৪৩
চলতি মৌসুমে আগামী জানুয়ারির মধ্যে আমন সংগ্রহ সম্পন্ন করতে খাদ্র বিভাগের মাঠ কর্মকর্তাদের তৎপর হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এখন আবহাওয়া অনুকূলে। এখনই প্রকিউরমেন্ট জোরদার করতে হবে। কোনোভাবেই গা ছাড়া ভাব বরদাস্ত করা হবে না।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান ২০২১-২২-এর রাজশাহী ও রংপুর বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তেব্যে খাদ্যমন্ত্রী বলেন, যেসব জেলায় নির্ধারিত সময়ের আগেই প্রকিউরমেন্ট শতভাগ অর্জিত হবে, প্রয়োজনে তাদের আরও বরাদ্দ দেওয়া হবে। যেসব জেলায় লক্ষ্যমাত্রা অর্জন হবে না তাদের জবাবদিহি করতে হবে।
কৃষকের আমন ফসল উৎপাদন ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার আমন ধান ও চালের যৌক্তিক দামও নির্ধারণ করেছে। এ সময় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমন সংগ্রহ অভিযান সফল করতে খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সানবিডি/এনজে