দাম কমাতে বাজারে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৩ ২০:১৬:৪৩


দাম কমাতে কৌশলগত মজুত থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস অপরিশোধিত তেলের উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসন বলছে, বিশ্ববাজারে তেলের বাড়তি দাম কমাতে এশিয়ার প্রধান প্রধান ভোক্তা দেশগুলোকে নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার অংশ হিসেবে মজুত থেকে বাজারে তেল ছাড়া হবে।

এ বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও ব্রিটেনের সঙ্গে মিলে কৌশলগত মজুত থেকে বাজারে তেল সরবরাহ বাড়ানো হবে বলে জানানো হয়। এতে যুক্তরাষ্ট্র তার মজুত থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহ করবে বলে উল্লেখ করা হয়।

এর আগে তেল উত্তোলক দেশগুলোর জোট ওপেক প্লাসকে দাম নিয়ন্ত্রণে আনতে তেল উত্তোলন বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন জো বাইডেন। তবে ওপেক প্লাসের নেতারা সাফ জানিয়ে দেন, মার্কিন চাপের মুখে উত্তোলন বাড়াবে না তারা। সোমবার সংস্থাটির নেতারা বৈঠকে এমন সিদ্ধান্ত নেন। ওপেক প্লাসের ওই সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব, আমিরাত ও রাশিয়াসহ ওপেক প্লাসের নেতারা।

সানবিডি/এনজে