সাপ্তাহিক লুজারের শীর্ষে আইটি কনসালটেন্টস

প্রকাশ: ২০১৬-০২-০৫ ১২:০৬:৪৫


ITC-Logoসপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২২ দশমিক ২৯ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে কোম্পানিটি প্রতিদিন ১০ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৪ লাখ ৭৫ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডায়িংয়ের ২১ দশমিক ৪৩ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৮ লাখ ৬০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা। লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি অটোকারস। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৯৩ শতাংশ।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আজিজ পাইপস, আমরা টেকনোলজিস লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড এবং সিএমসি কামাল।

সানবিডি/ঢাকা/আহো