পাম অয়েল রফতানি কমছে ইন্দোনেশিয়ার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৪ ১৪:১৯:৪০
চলতি বছর পাম অয়েল রফতানি কমতে পারে ইন্দোনেশিয়ার।একই সঙ্গে শীর্ষ দেশটির উৎপাদনও কমার আশঙ্কা রয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো রফতানি ও উৎপাদন কমতে যাচ্ছে। দেশটির পাম অয়েল অ্যাসোসিয়েশনের (জিএপিকেআই) ভাইস প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।
ইন্দোনেশিয়ায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে পাম অয়েল আবাদ। কমছে সারের ব্যবহার। এসব কারণে পাম অয়েল রফতানিতে ধস নেমেছে। ভবিষ্যতেও রফতানি কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জিএপিকেআইর ভাইস প্রেসিডেন্ট তোগার সিতাঙ্গাং এক ভার্চুয়াল কনফারেন্সে বলেন, পাম অয়েল রফতানি গত বছরের তুলনায় দশমিক ৩৪ শতাংশ কমতে পারে। গত বছরও রফতানি কমেছিল। এর মধ্যে ইন্দোনেশিয়ার অপরিশোধিত পাম অয়েল রফতানি গত বছরের তুলনায় ৬০ দশমিক ৫ শতাংশ কমতে পারে। শীর্ষ ক্রেতা দেশ ভারত বর্তমানে পরিশোধিত পাম অয়েলের পরিবর্তে পরিশোধিত পাম অয়েল ক্রয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। সিতাঙ্গাং আরো জানান, মোট পাম অয়েল রফতানি কমার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে অপরিশোধিত পাম অয়েল।
সানবিডি/এনজে