ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০২-০৫ ১২:২৯:৪৯
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সত্যরঞ্জন মল্লিক নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সত্যরঞ্জন মল্লিক চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের অনন্ত মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিজের মাছের ঘেরে সত্যরঞ্জনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
সানবিডি/ঢাকা/আহো