রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৪ ১৭:০৭:১৬
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন,এই ইস্যুতে আমরা এবং তারা সব ফোরামে এক অভিন্ন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের নির্বাচনে মালদ্বীপ আমাদের সমর্থন করে থাকে। আমরাও তাদের পাশে থাকি।
বাংলাদেশে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসেছেন। আমাদের প্রধানমন্ত্রী মালদ্বীপ গেলে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেকগুলো চুক্তি হবে।
তিনি আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাবের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ভারতের রাষ্ট্রপতি, ভুটানের কিং এবারের বিজয় দিবসের প্রোগ্রামে আসার কথা রয়েছে। তবে ওই অনুষ্ঠানে আমরা শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের বেশি আহ্বান জানাবো।
সানবিডি/এনজে