রাস্তার পাশে পড়ে ছিল মা-মেয়ের গলাকাটা লাশ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২৫ ১২:০৫:৩৯


গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার জানান, দেশীপাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫ এবং মেয়ের বয়স ৫ বছর হবে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের গলাকেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সানবিডি/ এন/আই