১০ শতাংশ কমেছে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৫ ১৪:২৭:৩৩


বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদনে মন্দা কাটছেই না। চলতি বছরের অক্টোবরেও ধাতুটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় উৎপাদন হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ টন। এ নিয়ে তিন বছরের মতো উৎপাদন কমেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছে, বিশ্বের শীর্ষ উৎপাদক চীনে টানা পাঁচ মাসের মতো অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে। এটি বৈশ্বিক উৎপাদন হ্রাসে প্রধান ভূমিকা রেখেছে। যদিও সেপ্টেম্বরের তুলনায় বৈশ্বিক উৎপাদন দশমিক ৯ শতাংশ বেড়েছে। ওই মাসে উৎপাদন ১৭ মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল।

প্রতিবেদনের তথ্য বলছে, অক্টোবরে চীন ৭ কোটি ১৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ২২ শতাংশ। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় কমেছে ২ দশমিক ৯ শতাংশ, যা ২০১৯ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন উৎপাদন।

সাধারণত শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদনের ৫০ শতাংশই আসে চীন থেকে। তবে সাড়ে তিন বছরের মধ্যে এবারই প্রথম এর ব্যত্যয় ঘটেছে। বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদনে অক্টোবরে চীনের হিস্যা কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ১৪ শতাংশে।

জার্মানির একটি ইস্পাত কারখানা-সংশ্লিষ্ট সূত্র এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসকে জানায়, বিশ্ববাজারে নেতৃস্থানীয় দেশ চীন। তাদের উৎপাদন হ্রাস স্বাভাবিকভাবেই বৈশ্বিক উৎপাদনে প্রভাব ফেলে। চীনে উৎপাদন বাড়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সূত্রটি।

সানবিডি/এনজে