সোমালিয়ার রাজধানীতে বোমা বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১১-২৫ ১৬:১৬:৪১
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে স্থানীয় সময় মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন।
দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের লক্ষ্য ছিল জাতিসংঘের গাড়িবহর।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। পুলিশ জানিয়েছে, জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে এ হামলা চালায় জঙ্গিরা। খবর আনাদোলুর।
একটি স্কুলের পাশে ওই বোমা হামলা চালানো হয়েছে। এতে ছাত্র ও শিক্ষকসহ ঘটনাস্থলেই আটজন প্রাণ হারান।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা দেওয়া স্থানীয় একটি সংস্থার গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনো জাতিসংঘের কর্মী হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস কমিটির সভাপতি গণমাধ্যম আবু কাদের অ্যাডান বলেন, হোদান জেলায় একটি স্কুলের সামনে ওই বোমা হামলা হয়। হতাহতরা সবাই স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী।
সানবিডি/ এন/আই