শিক্ষার্থীদের ‘হাফ ভাড়ার’ বিষয়ে যা জানাল বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৫ ১৭:৫৮:৪৮
শিক্ষার্থীদেরকে গণপরিবহনে কতটুকু ভাড়া ছাড় দিলে ক্ষতি নেই, তা সাত দিনের মধ্যে আলোচনা করে প্রস্তাব দিতে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছে বিআরটিএ।
বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে গেল কয়েকদিন ধরে রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সচিবদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে এ বৈঠক হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।
তেলের দাম বাড়ানোর পরে বাস ভাড়া বাড়ানো হয়। এরই মধ্যে হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগির সরকার এ বিষয়ে যৌক্তিক সমাধান দিবে।
এএ