উগ্রগোষ্ঠী আইএস দমনে বিশেষ সেনা পাঠাচ্ছে তালেবান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৫ ২১:১২:৫৮
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের এখন সবচেয়ে বড় আতঙ্ক ‘ইসলামিক স্টেট অব খোরাসান’ (আইএস-কে)। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
এবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে উগ্র গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করতে নতুন করে সৈন্য পাঠিয়েছে তালেবান সরকার।
এ বিষয়ে তালেবানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আইএস-কের বিরুদ্ধে অভিযানে গতি আনার লক্ষ্যে গত কয়েকদিনে নানগারহার প্রদেশে অন্তত ১ হাজার ৩০০ সৈন্য পাঠিয়েছে তালেবান।
রিপোর্ট অনুযায়ী, নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রতি সপ্তাহে গড়ে সাত থেকে ১০ আইএস-কে সন্ত্রাসী আটক ও ছয়জন করে নিহত হচ্ছে।
নানগারহার প্রদেশের স্থানীয় অধিবাসী ও তালেবান সেনা কর্মকর্তাদের তথ্যমতে, সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে রাত্রিকালীন অভিযান জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত কিংবা গ্রেফতার হয়েছে।
সানবিডি/এনজে