লিটন-মুশি’র ফিফটিতে রঙিন দ্বিতীয় সেশন

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১১-২৬ ১৪:৫৭:৫৩


টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। চারজনই ভালো শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু এগিয়ে নিতে পারেননি ইনিংস। এরপর লিটন ও মুশফিক টানছেন দলকে।

দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশ ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৫৫ ও লিটন দাস ৬২ রানে খেলছেন। তাঁদের জুটি হয়েছে ১২২ রানের।

এর আগে সাইফ হাসান বাউন্সে নাকাল হয়ে ১৪ রান করে শর্ট লেগে ক্যাচ দেন। সাদমান ১৪ রান করে হাসান আলীর রিভার্স সুইংয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন। মুমিনুল ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। ক্যাচে পরিণত হওয়া নাজমুল শান্ত করেন ১৪ রান।

দুই দলই এই ম্যাচে একজন করে নতুন ক্রিকেটার নিয়ে নেমেছে। বাংলাদেশ দীর্ঘদিন দলের সংগে রাখা ইয়াসির আলী রাব্বিকে টেস্ট অভিষেক করিয়েছে। পাকিস্তান ইমাম উল-এর পরিবর্তে ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিককে একাদশে নিয়েছে।

এএ