সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৬ ১৬:৫০:০২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ২৬৬ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫১৩ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের ২৮ কোটি ৭ লাখ ৪ হাজার ৩৩১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১৪ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০৪ কোটি ৮৪ লাখ ৪১৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৬৮ কোটি ৬৮ লাখ ১১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের  ১৭৭ কোটি ৮০ লাখ ৯৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১৭৭ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার, ফরচুন সুজের ১৬৬ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকার, ডেল্টা লাইফের ১৫৭ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৩২ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার ও  প্রিমিয়ার ব্যাংকের ১২৪ কোটি ৪৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস