রংপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২৭ ২৩:২৮:৫৭


রংপুরের তারাগঞ্জে দিনাজপুর-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় নারীসহ জুতা কারখানার তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ঘোনিরামপুর এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরুন্নবী প্রধান জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে একটি দ্রুতগামী ট্রাক চাপা দেয় একটি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই মারা যান দুই নারীসহ তিনজন। এরমধ্যে সাথী বেগম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি আরো জানান, এ সময় আরো দুজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ঘটনাস্থলের পাশের একটি জুতা কারখানার শ্রমিক। কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা।

এএ