বৈশ্বিক খাদ্যশস্য খাদ্য উৎপাদন ৩০ লাখ টন কমার সম্ভাবনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৮ ১৪:৩৭:১৫
বৈশ্বিক খাদ্যশস্যের উৎপাদন পূর্ভাবাস কমিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। ২০২১-২২ মৌসুমে আগের পূর্বাভাসের তুলনায় উৎপাদন ৩০ লাখ টন কমবে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি প্রকাশিত খাদ্যশস্যের বাজারসংক্রান্ত মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে গম উৎপাদন কমছে। বৈরী আবহাওয়ার কারণে শীর্ষ দেশগুলোয় উৎপাদন বিপর্যয়ের মুখে রয়েছে। সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছেন আন্তর্জাতিক বাজারের ক্রেতারা। কৃষিপণ্যটির নিম্নমুখী উৎপাদনই খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। কমছে যব উৎপাদনও।
প্রতিবেদনে দেয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদন ২২৮ কোটি ৭০ লাখ টনে পৌঁছবে। পূর্বাভাস কমানো হলেও এটি গত মৌসুমের তুলনায় ৭ কোটি ৬০ লাখ টন বেশি।
বিশ্বজুড়ে গমের চাহিদা লাফিয়ে বাড়ছে। কিন্তু সে তুলনায় নেই সরবরাহ। এ কারণে অস্থিতিশীল হয়ে উঠছে কৃষিপণ্যটির বাজার। পণ্যটির বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস ৪০ লাখ টন করে কমানো হয়েছে। গত মাসের পূর্বাভাসের তুলনায় মজুদ ২০ লাখ টন কমানো হয়েছে।
সানবিডি/ এনজে