দর পতনের শীর্ষে তসরিফা 

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-২৮ ১৫:৫৬:০৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৬ বারে ৬ লাখ ৫ হাজার ১৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬১ বারে ৯ লাখ ৯৮ হাজার ৮০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৩ বারে ৫ লাখ ১২ হাজার ২৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এস আলমের ৮.৩৬ শতাংশ, বিআইএফসির ৬.০৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৫.৮৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৭৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৫.৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৫২ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৫.৩৪ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস