২৬ ডিসেম্বর ঘাটারচর-কাঁচপুর রুটে বিআরটিসির বাস চালু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৮ ১৯:৩১:৫৫
বাসমালিকদের অসহযোগিতার কারণে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে আগামী ১ ডিসেম্বর থেকে কোম্পানির মাধ্যমে বাস চালু হচ্ছে না। সরকারি মালিকাধীন বিআরটিসির ৩০টি বাস দিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে এ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হবে।
রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় কমিটির সভাপতি দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সদস্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, সাধ্যমতো চেষ্টা করেছিলাম পয়লা ডিসেম্বর বাস্তবায়ন করার জন্য। কিন্তু বিভিন্ন কারণে আমরা পারিনি। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বাসমালিকেরা আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারেন নাই।’
তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে বিআরটিসির সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত বাস চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে এ রুটে ১০০টি গাড়ি চলাচল করবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, বিআরটিসির পক্ষ থেকে এই রুটে ৩০টি বাস দেওয়া হবে, এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বাস দোতলবিশিষ্ট।
সানবিডি/এনজে