সেনাবাহিনীকে হারিয়ে সাইফ স্পোটিং ক্লাবের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৯ ১০:১০:৩৭


শেখ রাসেল, শেখ জামাল ও মোহামেডানের পর সাইফ স্পোর্টিং ক্লাবও জয় দিয়ে শুরু করেছে স্বাধীনতা কাপ ফুটবল। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

সাইফ স্পোর্টিং ক্লাব পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে ঘরে ফিরেছে। আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির শেষ পর্যন্ত জয় দিয়েই শুরু হয়েছে সাইফ স্পোর্টিংয়ে অভিষেক।

ম্যাচের তিনটি গোলের দুটি হয়েছে পেনাল্টি থেকে। একটি আত্মঘাতী। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেনাবাহিনীকে এগিয়ে দিয়েছিলেন মেহেদী। ৪৯ মিনিটে আবারও পেনাল্টি। এবার পেনাল্টি গোলে ম্যাচে সমতা আনেন সাইফের এমেকা।

সাইফের জয়সূচক গোলটি আসে প্রতিপক্ষে আত্মঘাতী গোলে। যে মেহেদী পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন সাইফকে, সেই মেহেদী আত্মঘাতী গোল করে দলকে হারিয়ে দিয়েছেন ৮১ মিনিটে।

সানবিডি/ এন/ আই