ইইউ’র ৩ কোটি ২০ লাখ টন গম রফতানির সম্ভাবনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৯ ১৪:০৯:২৪
বৈশ্বিক বাজারে ব্যাপক চাহিদা থাকলেও গমের সরবরাহ সংকট প্রকট।চাহিদা মেটাতে মেটাতে হিমশিম খাচ্ছে আমদানিনির্ভর দেশগুলো। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর গম রফতানি বাড়ার পূর্বাভাস মিলেছে। ইউরোপিয়ান কমিশন সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।
কৃষিপণ্যের বাজার পর্যবেক্ষকরা বলছেন, চলতি মৌসুমে ইউরোপে গমের ভালো ফলন হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির চাহিদা আকাশছোঁয়া। দামও একের পর এক রেকর্ড ভাঙছে। এ পরিস্থিতিতে বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে রফতানি বাড়াচ্ছে ইইউ।
এ বিষয়ে ইউরোপিয়ান কমিশন বলছে, ২০২১-২২ বিপণন মৌসুমে ইইউ অঞ্চল থেকে ৩ কোটি ২০ লাখ টন গম রফতানির সম্ভাবনা রয়েছে। এর আগে গত মাসে দেয়া পূর্বাভাসে তিন কোটি টন গম রফতানির কথা বলা হয়েছিল।
মাসভিত্তিক সরবরাহ ও চাহিদাসংক্রান্ত প্রতিবেদনে কমিশন জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমের শুরু থেকেই সফট হুইটের বাজার গতিশীল ছিল। রফতানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা এমন ইঙ্গিতই দিচ্ছে।
সানবিডি/এনজে