ব্লক মার্কেটে লেনদেন ৪৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৯ ১৬:০৯:১০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ৪৪ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ কোটি ৫৬ লক্ষ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের ৫ কোটি ৯০ লক্ষ টাকা।
এছাড়া, ডাচ-বাংলা ব্যাংকের ৪ কোটি ৭১ লক্ষ ১২ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫৫ লক্ষ ৯৪ হাজার টাকার, রেনাটার ৩ কোটি ২৯ লক্ষ ২১ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১ কোটি ৬৬ লক্ষ ৮০ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ১ কোটি ৪৬ লক্ষ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮৫ লক্ষ টাকার, সায়হাম টেক্সটাইলের ৫৮ লক্ষ ৫০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩২ লক্ষ ৮০ হাজার টাকার, সিলভা ফার্মার ২০ লক্ষ ৯০ হাজার টাকার, লাভেলো আইশক্রিমেরর ১৫ লক্ষ ২০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১০ লক্ষ ৭০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬ লক্ষ ৮২ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৫ লক্ষ ৭৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লক্ষ ৫১ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৫ লক্ষ ১২ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৫ লক্ষ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস