সিনেমায় সুযোগের টোপ দিয়ে হোটেলে ডেকে ধর্ষণের চেষ্টা

প্রকাশ: ২০১৬-০২-০৬ ০৮:০৯:৩৪


rapeসিনেমায় সুযোগের টোপ দিয়ে পাঁচতারা হোটেলে ডেকে দিয়ে মুম্বাইয়ের এক উঠতি মডেলকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক নির্মাতার বিরুদ্ধে। অভিযুক্ত নির্মাতার নাম সুরেশ মেহেতা। প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন বলেছিলেন এই নির্মাতা।

উঠতি মডেলের দাবি, তাকে কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ডেকে পাঠান। প্রথমে মদ্যপান করতে বাধ্য করেন ওই নির্মাতা। তারপর জোরজবরদস্তি বিছানায় টেনে নিয়ে যান ওই নির্মাতা, অভিযোগ ওই মডেলের। এরপরই কোনওভাবে সেই নির্মাতাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই মডেল।

তার দাবি বেরিয়ে আসার সময় সেই নির্মাতা তাকে হুমকিও দেন, যদি এই কথা জানাজানি হয়, তাহলে ফল ভাল হবে না।

এই বিষয়ে নির্মাতার বিরুদ্ধে সান্তাক্রুজ থানায় এফআইআর দায়ের করেছেন ওই মডেল। তার অভিযোগের ভিত্তিতেই আপাতত তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত নির্মাতা বর্তমানে পলাতক রয়েছেন।