পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগ চেয়ে প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১১-২৯ ১৯:২৭:৪২


বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগকারীদের বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সোমবার (২৯ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহনমন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের এ. আল-যাসের। এসময় সৌদি আরবের মন্ত্রীর মাধ্যমে প্রতিমন্ত্রী এ প্রস্তাব দেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পর্যটন খাতে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের বিষয়টি দেশটির পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পরিবহনমন্ত্রী।

সাক্ষাৎকালে বাংলাদেশের কোভিড পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে সৌদি আরবের পরিবহন মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে দেশটির বিভিন্ন গন্তব্যে দেশীয় এয়ারলাইন্সগুলোর শিডিউল ফ্লাইট পরিচালনা করার অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

জবাবে সৌদি পরিবহনমন্ত্রী দেশীয় এয়ারলাইন্সগুলোর শিডিউল ফ্লাইটের অনুমোদন দেওয়ার আশ্বাস দেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন দুই দেশের মধ্যে ট্যুরিজম এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার প্রস্তাব দেন। এছাড়াও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আগামী গভর্নিং বডি নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য সৌদি আরবের পরিবহনমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

সৌদি আরবের পরিবহনমন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ট্যুরিজম এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার জন্য সেদেশের পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ করবেন।

এছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার বিষয়ে তিনি আশ্বাস দেন।

এএ