৫ দিনের কর্মবিরতিতে উবার-পাঠাও চালকরা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-৩০ ১৪:৩১:৩২


শ্রম আইনে অন্তর্ভুক্তি, কমিশনের রেট কমানোসহ ৬ দফা দাবিতে ধারাবাহিক কর্মবিরতি পালন করছে উবার-পাঠাও, ওভাইসহ রাইড শেয়ারিং প্লাটফর্মের চালকরা। রোববার (২৮ নভেম্বর) থেকে আগামী ৫ কার্যদিবসে প্রতিদিন ২ ঘণ্টা করে নিয়মিত কর্মবিরতি পালন করছেন তারা।

বিষয়টি এক প্রেস নোটে  জানিয়েছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের (ডিআরডিইউ) ঢাকা মহানগর দক্ষিণ জোনাল কমিটির প্রচার সম্পাদক মো. সোহেল।

তিনি জানান, ৬ দাবিতে ২৮ নভেম্বর রোববার থেকে ধারাবাহিকভাবে সপ্তাহে ৫ দিন অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে রাইড শেয়ার বন্ধ থাকবে। আজ দ্বিতীয়দিনের মতো কর্মবিরতি ছিল।

চালকদের দাবিগুলো হচ্ছে –

আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে রাইড শেয়ারিং অ্যাপের চালকদের শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

রাইড শেয়ার অ্যাপের কমিশন ২৫% এর পরিবর্তে ১০% নির্ধারণ করতে হবে।

অপরাধ প্রমাণ ছাড়া কোনো আইডি বন্ধ করা চলবে না। সবক্ষেত্রে শ্রম আইনের পরিপূর্ণ প্রয়োগ করতে হবে।

মিনিট কিলোমিটার এবং বেইজ ফেয়ার সবাইকে ন্যায্য পাওনা দিতে হবে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড-শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত যানবাহন দাঁড়ানোর বৈধ পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

এনলিস্টমেন্ট করা যানবাহনগুলোকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের (এআইটি) আওতামুক্ত করতে হবে।

তবে দাবি আদায় না হলে আগামী সপ্তাহে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় ডিআরডিইউ’র পক্ষ থেকে।

সানবিডি/এনজে