হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-৩০ ০০:৪১:৪৭


ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন।

সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্যপদ পূরণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। সোমবার (২৯ নভেম্বর) শুরা কমিটির বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম জিহাদী। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সানবিডি/এনজে