উৎপাদন ক্ষমতা দ্বিগুণের বেশি হচ্ছে পিটিএলের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১১-৩০ ০০:০৭:০৩
উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ২৯ নভেম্বর কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উৎপাদন ক্ষমতা দুইভাবে বাড়ানো হবে। একটি হলো চলমান প্রকল্প সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন (বিএমআরই), অন্যটি হলো নতুন একটি প্রকল্প করা হবে। দুইভাবে কোম্পানিটিতে ৮৫ দশমিক ৪৫ মিলিয়ন ইউএসডি বিনিয়োগ করা হবে। ৮৫ টাকা করে ডলারের দর ধরলে প্রায় ৭২৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। নতুন প্রকল্প থেকে প্রতি মাসে আয় বাড়বে ৭ মিলিয়ন ইউএসডি। প্রতি বছর প্রায় টার্নওভার বাড়বে ৭১৪ কোটি টাকা।
এই টাকার মধ্যে প্রতি মাসে ইয়ার্ন ডাইং ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে ৯৬০ টন। নতুন উৎপাদন ক্ষমতা বাড়বে ১৮০ টন। সব মিলিয়ে প্রতি মাসে ইয়ার্ন ডাইং ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১১৪০ টন।
প্রতি মাসে ওয়েভিং ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে ৩৩ লাখ। নতুন উৎপাদন ক্ষমতা বাড়বে ১৭ লাখ। সব মিলিয়ে প্রতি মাসে ওয়েভিং ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ৫০ লাখ গজ।
প্রতি মাসে সলিড ডায়িং ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে ৬ লাখ। নতুন উৎপাদন ক্ষমতা বাড়বে সাড়ে ১৬ লাখ। সব মিলিয়ে প্রতি মাসে ওই ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে সাড়ে ২২ লাখ গজ।
প্রিন্টিং ইউনিটে প্রতি মাসে বর্তমানে উৎপাদন হচ্ছে ৪৫০ টন। নতুন উৎপাদন ক্ষমতা বাড়বে ৪৫০ টন। সব মিলিয়ে প্রতি মাসে এই ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ৯০০ টন।
এদিকে নতুন করে নিটিং ফেব্রিক্স ইউনিট করতে যাচ্ছে কোম্পানিটি। এই ইউনিটে প্রতি মাসে ৪০০ টন নিটিং ফেব্রিক্স উৎপাদন হবে।
অন্যদিকে সর্বশেষ নভেম্বর মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে কোম্পানিটিতে। গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.৩৪ শতাংশ।
এ ক্যাটাগড়ির কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৬০ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ০৯ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৬ দশমিক ৩১ শতাংশ।
প্রসঙ্গত, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এটি ছিল তালিকাভূক্তির পর কোম্পানিটির সর্বোচ্চ লভ্যাংশ।
এছাড়া, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর