বিনাসরিষা চাষে তেল আমদানিতে সাশ্রয় হবে ১৭ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১১-৩০ ১০:৫৩:৫০
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়ক ড. রেজা মোহাম্মদ ইমনের দাবি, দেশের ২২ লাখ হেক্টর পতিত (দুই ফসলের মাঝের) জমিতে যদি বিনাসরিষা-৪ ও বিনাসরিষা-৯ আবাদ করা যায় তাহলে বছরে ১৭ হাজার কোটি টাকার তেল আমদানি সাশ্রয় করা সম্ভব।
বৈজ্ঞানিকদের ভাষ্য মতে, দেশে যে ২২ লাখ হেক্টর জমি পতিত আছে (দুই ফসলি জমির মাঝের সময়ের)। আমন আর বোরোর মাঝে যদি আমরা এই পতিত জমি চাষের আওতায় আনতে পারি তাহলে বছরে তেলের উৎপাদন আট থেকে ১০ লাখ টন বাড়বে। এতে এখন যে ১৭ হাজার কোটি টাকার তেলটা আমদানি করতে হয় সেটা আর আমদানি করতে হবে না।
আমাদের দেশে এখন ভোজ্যতেলের চাহিদা বছরে ২৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে সরিষার তেল উৎপাদিত হয় পাঁচ লাখ মেট্রিক টন। বাকি থাকে ১৯ লাখ মেট্রিক টন। সয়াবিন আমদানি হয় তিন লাখ মেট্রিক টন, পাম অয়েল আমদানি হয় ১২ লাখ মেট্রিক টন। এই ১৫ লাখ মেট্রিক টন তেল আমদানি না করে যদি আমরা পতিত জমিতে বিনাসরিষা-৯ ও ৪ চাষ করি তাহলে ১৭ হাজার কোটির যে তেল আমদানি করতে হয় সেটা আর করতে হবে না। এর জন্য অবশ্যই দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করতে হবে বিনাসরিষার মাধ্যমে।’
বিনা সূত্র জানায়, বাংলাদেশে ভোজ্যতেল হিসেবে প্রধানত সরিষা আবাদ করা হয়। এতে প্রায় ৪০-৪৫ শতাংশ তেল এবং ২০-২৫ শতাংশ প্রোটিন থাকে। যদিও দেশের তেলবীজ আবাদি জমির প্রায় ৬০ শতাংশ এলাকায় সরিষা চাষ করা হয়, তারপরও ২০১৯ সালে প্রায় দশমিক ৪৬ লাখ টন সরিষা আমদানি করা হয়েছে। আমাদের দেশে সাধারণত রবি মৌসুমে সরিষা চাষ করা হয়। দেশের প্রায় সব এলাকাতেই সরিষা আবাদ করা সম্ভব।
এদেশে গত ২০১৭-১৮ মৌসুমে ৫ দশমিক ৫ লাখ হেক্টর জমিতে উৎপাদিত সরিষার পরিমাণ ছিল ৭ দশমিক ১ লাখ মে. টন, ২০১৮-১৯ মৌসুমে ৫ দশমিক ৭ লাখ হেক্টর জমিতে উৎপাদিত সরিষার পরিমাণ ছিল ৭ দশমিক ৩৫ লাখ মে. টন। সুতরাং ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষা আবাদের পরিমাণ বাড়াতে হবে। প্রতি বছর ৩ দশমিক ৫ লাখ মে. টন উৎপাদন বাড়ানো সম্ভব হলে ২০৩০ সালে মোট সরিষা উৎপাদন হবে প্রায় ৪৬ দশমিক ৬৩ লাখ মে. টন, যা থেকে প্রায় ১৬ দশমিক ৩২ লাখ টন তেল পাওয়া যাবে।
সে হিসেবে আমরা চাচ্ছি কৃষকের আয় বাড়াতে। সেটা করতে গেলে লক্ষ্য রাখতে হবে জমি যেন পতিত না থাকে। সমস্যা হলো আমনের পর আমাদের বিপুল জমি পতিত আছে, সেটা সিলেট, বরিশাল, উত্তরাঞ্চল সবখানে। অনেক কৃষক জানেনও না যে এরপর তিনমাসে মধ্যে অন্য একটি ফসল করা যায়। কিন্তু শর্ত হলো আমনের সময় কম হতে হবে। স্বল্পমেয়াদী চাষ করতে হবে। চেষ্টা করতে হবে ১১০ দিনের মধ্যে করার। বীজতলায় চলে যায় ২৫ দিনের মতো। তার মানে এই ৮৫ দিনের ফসল করে আপনি অবশ্যই তেলজাতীয় ফসল করতে পারবেন।
দেশের পরিসংখ্যান বুরোর তথ্যে দেখা যায়, গত ২০১৮ সালে দেশে ৪৬ দশমিক ২১ লাখ টন ভোজ্যতেল আমদানিতে ২৭ দশমিক ৭৫ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, যদিও আমদানি করা তেলের বড় একটি অংশ শিল্প-কারখানায় ব্যবহৃত হয়েছিল। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা (১ দশমিক ৩৭ শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধিতে বছরে জনসংখ্যা বৃদ্ধি প্রায় ২২ লাখ) এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে দেশে ভোজ্যতেলের চাহিদা ক্রমাগত বাড়ায় বিগত তিন বছরে এই আমদানি হার পূর্ববর্তী বছরগুলোর তুলনায় আশংকাজনক হারে বেড়েছে। মাথাপিছু দৈনিক ৪০ গ্রাম হারে ২০২১ সালে দেশে ভোজ্যতেলেরই মোট চাহিদা দাঁড়িয়েছে ২৫ লাখ মেট্রিক টনে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে দেশে ১৩ লাখ ৫৫ হাজার টন পাম তেল, আর ৭ লাখ ৮০ হাজার টন সয়াবিন তেল আমদানি হয়েছে। সব মিলিয়ে আমদানি হয় ২১ লাখ ৩৬ হাজার টন পাম ও সয়াবিন তেল। এতে ব্যয় হয় ১৮৪ কোটি ৭৯ লাখ ডলার। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম তেল এবং ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি করেন এ দেশের ব্যবসায়ীরা। অপরিশোধিত আকারে আমদানি করে কারখানায় পরিশোধনের পর বাজারজাত করা হয়।
জানা যায়, বাংলাদেশের ধাননির্ভর রোপা আমন-পতিত-বোরো শস্য বিন্যাসটি দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে প্রচলিত ছিল। বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দেশে উদ্ভাবিত স্বল্প জীবনকালের আমন ধান বিনাধান-৭ ও ব্রি ধান৩৩ এবং পরবর্তীসময়ে বিনাধান-১৬, বিনাধান-১৭, ব্রি ধান-৭১ ও ব্রি ধান-৭৫, আর সাম্প্রতিক সময়ে ব্রি ধান৮৭, ব্রি ধান৯০ ও বিনাধান২২ উদ্ভাবিত হয়েছে। স্বল্প জীবনকালের আমনের এ জাতগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারিত হওয়ায় রোপা আমন-পতিত-বোরো শস্য বিন্যাসে স্বল্প জীবনকালের আমন ধান সংগ্রহের পর স্বল্প জীবনকালের অথচ উচ্চ ফলনশীল সরিষা জাত বিনাসরিষা-৪, বিনাসরিষা-৯ ও বিনাসরিষা-১০, বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫ এবং বারি সরিষা-১৭ চাষ করা হচ্ছে। ফলে প্রচলিত আমন ধান-পতিত-বোরো ধান শস্য বিন্যাসটি পর্যায়ক্রমে রোপা আমন-সরিষা-বোরো শস্য বিন্যাসে রূপান্তরিত হচ্ছে। এ শস্য বিন্যাসে প্রতিকূলতা সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনাসরিষা-৯ অন্তর্ভুক্তির মাধ্যমে আরও বেশি জমিতে সরিষা আবাদসহ উচ্চ ফলনের মাধ্যমে সরিষার উৎপাদন বাড়ানোর যথেষ্ঠ সুযোগ রয়েছে।
আমাদের দেশে ভোজ্যতেলের বিশাল সংকট। আমদানি করতে হয়। ফলে তেলের জন্য সরকারকে প্রতি বছর খরচ করতে হয় ২৭-২৮ হাজার কোটি টাকা। আর এই তেলটা অধিকাংশ ভেজাল তেল। পাম অয়েলের সঙ্গে সয়াবিন অন্য কিছু মেশানো হয়। যেটা ক্ষতিকর। টানা ধান করলে তো মাটির স্বাস্থ্যও ঠিক থাকবে না। এর মধ্যে অন্য ফসল করতে হবে। সেখানে যদি সরিষা দেই আর অল্প সময়ে ফসল পেয়ে যাই তাহলে আমাদের ঘাটতি পূরণ হবে
বিনা সূত্র জানায়, বিনাসরিষা-৪, ৯ ও ১১ ২০২১ সালের জুনে উদ্ভাবন করা হয়েছে। বিনাসরিষা-১১, বিনাসরিষা-৪ ও ৯ এ তেলের পরিমাণ বেশি এবং ঝাঁঝ আছে। এর ফলন অনেক বেশি, আবার সময়কাল কম। এতে একজন কৃষক যখন আমন ধান কাটে এবং বোরো ধান চাষ করে সেসময় যদি বিনাসরিষা-৯ চাষ করে তাহলে আমন আর বোরো ফসলের মধ্যের সময়ে জমি পতিত থাকে না।
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের তথ্য অনুযায়ী, বিনাসরিষা-৯ এর বিশেষ বৈশিষ্ট্য হলো- জাতটি অল্টারনারিয়াজনিত পাতা ও ফলের ঝলসানো রোগ প্রতিরোধী, ভারি বৃষ্টিজনিত সাময়িক জলাবদ্ধতা সহনশীল, মাটির অতিরিক্ত আর্দ্রতায় চাষবিহীন জমিতে বপনযোগ্য ও নাবিতে বপনযোগ্য। ৬-৮ ডিএস/মি. মাত্রার লবণাক্ত জমিতেও চাষযোগ্য এই সরিষা।
বিনা থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বিনাসরিষা-৯ এর প্রতি গাছে ফলের সংখ্যা ৭৫-৯০টি এবং প্রতি ফলে বীজের সংখ্যা ২৫-২৮টি। বীজের আকার তুলনামূলকভাবে বড় ও ১০০০ বীজের ওজন ৩.৫-৪.০ গ্রাম। বীজের রং লালচে কালো ও বীজে তেলের পরিমাণ ৪৩ শতাংশ।
এই সরিষার সবচেয়ে বড় সুবিধা হলো জীবনকাল কম। মাত্র ৮০-৮৪ দিনে ফসল তোলা যায়। ফলে আমন ও বোরো ধান চাষের মাঝের সময়ে পতিত জমিতে সহজে চাষযোগ্য। এই সরিষার সর্বোচ্চ ফলন প্রতি একরে ২২ মণ। গড় ফলন একরপ্রতি ১৮ মণ।
চাষাবাদের জমি নিয়ে কোনো চিন্তা নেই কৃষকের। সব ধরনের জমিতে চাষ করা যায়। তবে বেলে দো-আঁশ থেকে এঁটেল দো-আঁশ মাটিতে জাতটি ভালো জন্মে। জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে ৪-৫টি চাষ দেওয়া হয় ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি হয়। জমিতে যেন বড় বড় ঢিলা ও আগাছা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহ হতে মধ্য নভেম্বর (কার্তিকের দ্বিতীয় হতে শেষ সপ্তাহ) পর্যন্ত এ জাতের সরিষা বপন করার উপযুক্ত সময়। তবে নাবিতে বপনযোগ্য বিধায় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ (পৌষের প্রথম সপ্তাহ) পর্যন্ত বীজ বপন করলেও সন্তোষজনক ফলন পাওয়া যায়।
সানবিডি/ এন/আই