বারিধারায় হোটেল ব্যবসা করবে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-৩০ ১৭:২২:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ বারিধারার কূটনৈতিক জোনে হোটেল ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির হোটেলের নাম হবে লা ভিলা ওয়েস্টার্ন; যা সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা পরিচালনা করবে। ভাড়া ভিত্তিতে   প্রস্তাবিত হোটেলের ফ্লোর স্পেস হবে ১৫ হাজার স্কয়ার ফুট। হোটেল ভবনটি ১ হাজার বর্গফুট ও ১৭০০ বর্গফুটের ৮তলা বিশিষ্ট ২৬ রুম ও ২টি রেস্টুরেন্ট।

হোটেলটির সংস্কার ও অন্যান্য খরচের বাবাদ আনুমানিক দেড় কোটি টাকা ব্যয় হবে। নতুন হোটেল থেকে প্রায় ৪ কোটি টাকার
অতিরিক্ত বার্ষিক রাজস্ব আদায় হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস