৯২ পয়েন্ট সূচক পতনের দিনে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-৩০ ১৫:২৫:৪৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫১ পয়েন্ট  কমে অবস্থান করছে ২ হাজার ৫১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, দর কমেছে ২৬৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

ডিএসইতে এক হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৩৮ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১৪ পয়েন্টে

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। সিএসইতে ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস