থ্রি-এক্সে তৃতীয়া দীপিকা

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১০:৩৫:৩৬


dipikaবলিউড জয় করে এবার হলিউডে পা দিচ্ছেন দীপিকা। দীপিকার প্রথম হলিউড প্রজেক্ট ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যানডার কেজ’।

প্রথম ছবিই অ্যাকশন সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এ ছবিতে দীপিকার লুক কেমন তা জানতে আগ্রহ সকলের। ভিন ডিজেলের সঙ্গে দীপিকার ছবি এল সোশ্যাল মিডিয়ায়।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা শুক্রবার সকালে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে পোস্ট করলেন তার আর দীপিকার জ্যানডার কেজ লুক।

দীপিকা এবং ভিন ডিজেলদু’জনের মধ্যে যে বেশ ভালই বন্ধুত্ব জমছে তার প্রমাণ আগেই পাওয়া গেছে। ছবির প্রি-প্রোডাকশনের সময়েই দীপিকার সঙ্গে তার সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডিজেল। বলিউড সুন্দরীকে নিয়ে ডিজেলের উৎসাহ যে প্রবল তা বোঝা যাচ্ছে।

কিং খান শাহরুখের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় দীপিকার। ওই সিনেমায় ভালো অভিনয়ের পুরস্কার হিসেবে পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সর্বশেষ ‘বাজি রাও মাস্তানি’ সিনেমাতেও অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ সিনেমার জন্য ২০১৫ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন দিপীকা।