পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-০২ ০০:৩৬:১২
দেশের পুঁজিবাজারের উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মধ্যকার বৈঠকে এ আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্ণর সাজেদুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অংশগ্রহন করে।
বৈঠক শেষে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ সানবিডিকে বলেন, পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আজকে আমাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা পুঁজিবাজারের বর্তমান অবস্থা তাঁদের সামনে তুলে ধরেছি। আমাদের বিষয়গুলো তাঁরা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় সকল সহযোগীতা তাঁরা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে খুবই আন্তরিক। কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগের অভাবে শূন্যতা এবং ভুল বোঝাবুঝি তৈরী হয়েছিলো বলে একটি গুজব আছে। এটাকে পুঁজি করে একটি গোষ্টি ফায়দা লোটতে চায়। যা আজকের সভার মাধ্যমে সমাধান হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় সমস্যা যেনো সৃষ্টি না হয়, সেলক্ষ্যে আগামিতে নিয়মিত বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ হবে।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, পুঁজিবাজার এবং দেশের অর্থনীতির উন্নয়নে বিএসইসির সঙ্গে একসাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। বিএসইসির পক্ষ থেকে আজকের বৈঠকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেসব বিষয়ে যেগুলো সংশোধন করা প্রয়োজন বলে আমরা মনে করছি সেগুলো নিয়ে সামনে আরও আলোচনা হবে। পুঁজিবাজারের উন্নয়নে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে বলেও জানান তিনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ